কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
গতকাল সন্ধ্যায় ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্টে একটি গো হত্যা মামলায় ধৃত মহম্মদ জাভেদ নামে এক ব্যক্তির জামিন আবেদন খারিজ করতে গিয়ে বিচারপতি শ্রী শেখর কুমার যাদব বলেন, যে গরু হল সনাতন ধর্মের একটি ভাবাবেগ তাকে কেউ আঘাত করতে পারে না। তাই তিনি বলেন গরু কে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়া হোক কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে সারা ভারতের বিভিন্ন যায়গায়। বেশিরভাগ আইনজীবী বলেন এমন হলে গো রক্ষা কারির তান্ডব শুরু হয়ে যাবে ভারতের বিভিন্ন স্থানে। এই আইন একটি ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে ঠিক কথা। কিন্তু যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের কাছে কি বার্তা যাবে। ভারতের শুধুমাত্র মুসলিম সমাজের মানুষ গরুর মাংস খায় না, বহু হিন্দু ও খৃস্টান সহ আদিবাসী জনগোষ্ঠীর মানুষ গরুর মাংস ভক্ষণ করে। বিচারপতি শ্রী শেখর কুমার যাদব বলেন ভারতের যারা আইনের রক্ষা করেন, তাদের মধ্যে বহু মানুষ গরুর মাংস ভক্ষণ করে। যে রক্ষনশীলের দায়িত্ব পালন করেন, তিনি যদি ভক্ষণ করেন তার দায় স্বীকার করবেন কে। তার দাবি অবিলম্বে গরু কে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি না দেওয়া হয় তাহলে আগামী দিনে গরুর প্রজনন ক্ষমতা হ্রাস পেতে পারে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি