ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
আল পাটি হুরিয়ৎ কনফারেন্স নেতা ও জম্মু ও কাশ্মীরের কিঙবন্তী মুসলিম নেতা সৈয়দ আলী শাহ গিলানি গতকাল গভীর রাতে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এমন খবর জানিয়েছেন তার পরিবারের তরফ থেকে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল, ৯২, বৎসর। তার মৃত্যুর খবর পাওয়ার পর সারা জম্মু ও কাশ্মীরের বিভিন্ন যায়গায় ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে গোটা জম্মু ও কাশ্মীর জুড়ে মুড়ে ফেলা হয়েছে কঠোর নিরাপত্তায়। তবে তার শেষ কৃত্য বা জানাজা কোথায় হবে কেউ বলতে পারছে না। এবং তার কবর কোথায় হবে সেটা জানা যাচ্ছে না। হুরিয়ৎ কনফারেন্স নেতা সৈয়দ আলী শাহ গিলানির আদি বাসস্থান জম্মু ও কাশ্মীরের সোপোরে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন পি ডি সি নেত্রী ও জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ন্যাশনাল কন্ফারেন্স নেতা সৈয়দ ফারুক আবদুল্লাহ ও সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও বিদেশ মন্ত্রী সৈয়দ কুরেশি সহ বহু মুসলিম রাষ্ট্র নায়করা। সৈয়দ আলী শাহ গিলানি দীর্ঘদিন ধরে স্বাধীন কাশ্মীরের জন্য লড়াই করে আসছিলেন। তার জন্য জনমত গঠন করতে পৃথিবীর বিভিন্ন স্থানে গিয়েছিল এবং বিভিন্ন রাস্ট্রের কাছে জম্মু ও কাশ্মীর কে স্বাধীন হওয়ার জন্য সমর্থন আদায়ের লক্ষ্যে এগিয়ে ছিল । কিন্তু ভারত সরকার তাকে কোন ভাবে জম্মু ও কাশ্মীর কে আলাদা রাস্ট্র করতে দেবে না বলে ঘোষণা করেন। দীর্ঘদিন গৃহবন্দী ছিল। মাঝে মাঝে স্বাধীন জম্মু ও কাশ্মীরের ডাক দিয়ে ভারতের জম্মু ও কাশ্মীর কে বিছিন্ন করে দিতেন । জম্মু ও কাশ্মীরের বহু আন্দোলন করতে গিয়ে বহু বার গ্রেফতার হন। সম্প্রতি ভারতের ইডি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আ্যকট ফেমা আয়তায় এনে সৈয়দ আলী শাহ গিলানি কে প্রায়, ১৪,৪০,লাখ, টাকা জরিমানা করে। সৈয়দ আলী শাহ গিলানির জন্ম হয়, ১৯২৯,সালে, ২৯,সেস্টেমন্বর,। তিনি দীর্ঘদিন ধরে জম্মু ও কাশ্মীরের আজাদীর জন্য লড়াই করে আসছিলেন। তার মৃত্যুতে সারা জম্মু ও কাশ্মীরে শোকের ছায়া নেমে এসেছে।