নিউজ ডেস্ক:-
একে বিহারের শাসক দলের বিধায়ক তার উপর দিল্লির রাজধানী এক্সপ্রেসে প্রথম শ্রেণীর যাত্রী এমন মদ্যপান করে তান্ডব চালাবে তা কেউ কল্পনা করতে পারেনি। এমনটাই ঘটেছে গতকাল গভীর রাতে। দিল্লি থেকে বিহারের পাটনা শহরে আসার পথে মদ্যপান করে অদ্ধ্যলগ্ন অবস্হায় দেখা গেছে বিহারের গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী গোপাল মন্ডলের। তিনি মদ্যপানের বশে প্রায় জ্ঞ্যান হারিয়ে পাশের সিটে বসা সহযাত্রীর গলার হার ছিনতাই করতে গিয়েছিল। এমন একটি অভিযোগ দায়ের করেন দিল্লির রাজধানী ইস্টাশনের জি আর পি থানাতে। ঔ যাত্রী অভিযোগ করেন যে ঔ বিধায়ক অদ্ধ্যলগ্ন অবস্হায় ঘোরাফেরা করেন সারা কম্পার্টমেন্টে। তবে বিহারের গোপালপুর এর বিধায়ক শ্রী গোপাল মন্ডল তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেন। তার দাবি তিনি যখন বাথরুমে যাচ্ছিলেন সেই সময় তাকে কেউ খারাপ উদ্দেশ্যে নিয়ে অন্ত বাস পরা ছবি তুলে সোস্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়। তবে তার বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে ভারতের বিহারের মুখ্যমন্ত্রী শ্রী নিতীশ কুমার কি পদক্ষেপ গ্রহণ করে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি