কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
প্রতি বছরের ন্যায় এ বছর কৌশিকী অমাবস্যায় প্রচুর ভিড় হতে পারে তারাপীঠের তারা মায়ের মন্দির। কারণ এই অমাবস্যায় দেশ ও বিদেশের বহু মানুষ ভিড় জমান তারা মায়ের মন্দিরে। এবছর কোভিড পরিস্তিতি ও করোনা ভাইরাস দ্বারা আক্রান্তের জেরে বহু মানুষ মারা গেছেন। তার প্রভাব বিস্তার যাতে না পড়ে সেই জন্য ভিড় এড়াতে মন্দিরের দরজা সাতদিন বন্ধ করার সিদ্ধান্ত নেন মন্দির কমিটি এবং প্রশাসন। সাতদিন বন্ধ থাকার পর ফের যথারীতি তারা মায়ের মন্দির খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য।