ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
প্রবল লড়াইয়ের পর আজ আফগানিস্তানের শেষ তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের বিরোধী ঘাটি আরদাবান প্রদেশ লাগোয়া পঞ্জাশির এলাকা দখল করে নিয়েছে তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা। গত কয়েক দিন ধরে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের বিরোধী আফগানিস্তানের শেষ সামরিক বাহিনীর সদস্যরা ও অঘোষিত আফগানিস্তানের প্রেসিডেন্ট মহম্মদ সালেহ এবং তার মিত্র তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের বিরোধী আহমেদ মাসুদ। কিন্তু চারিদিক থেকে ঘিরে রেখেছিল আফগানিস্তানের তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা। লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারেনি তারা সব প্রতিরোধ ক্ষমতা ভেঙে দিয়ে আজ পুরো আফগানিস্তানের ক্ষমতা দখল করে নিয়েছে তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা। তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা ভারী কামান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রকেট লঞ্চার ও ভারী লাইট মেশিন গান নিয়ে চারিদিক থেকে পুরো এলাকা ঘিরে ফেলে। তাতেই পত্তন হয় পঞ্জাশির এলাকা। এই খবর জানিয়েছেন তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের মুখপাত্র জনাব জবিরুল্লা মুজাহিদ। তবে এই খবর কে উড়িয়ে দেয় আফগানিস্তানের তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের বিরোধী দল আহমদ শাহ মাসুদ ও মহম্মদ সালেহ। তারা এখন পর্যন্ত লড়াই জারি রেখেছে বলে জানিয়েছেন। তবে তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা যে ভিডিও ফুটেজ তুলে ধরেছেন সেখানে দেখা যায় যে তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা পঞ্জাশির এলাকায় আহমদ শাহ মাসুদের বাড়ি দখল করে নিয়েছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি