নিউজ ডেস্ক:-
ভারতের সাবেক রাষ্ট্রপতি ও শিক্ষাবিদ এবং দার্শনিক ডক্টর সর্বপল্লি রাধাকৃষ্ণের জন্মজয়ন্তী দিবস পালন করা ভারত সরকারের পক্ষ থেকে। আজ সকালে ভারতের পার্লামেন্ট ভবনে প্রায়ত সাবেক রাষ্ট্রপতি শ্রী সর্বপল্লি রাধাকৃষ্ণের ছবিতে মাল্যদান করেন ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের সরাস্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ। এবং ভারতের জাতীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী এবং ভারতের লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী। একই সাথে আজ পশ্চিম বাংলার বিভিন্ন স্থানে ভারতের সাবেক রাষ্ট্রপতি শ্রী সর্বপল্লি রাধাকৃষ্ণের মূর্তি তে মাল্যদান করেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বাংলার মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায় সহ বহু মন্ত্রী। এদিন কলকাতার বিধান ভবনে সর্বপল্লি রাধাকৃষ্ণের মূর্তিতে মাল্যদান করেন ভারতের জাতীয় কংগ্রেস নেতা শ্রী প্রদীপ ভট্টাচার্য ও শ্রী মতি কৃষ্ণা দেবনাথ ও মায়া ঘোষ শ্রী অমিতাভ চক্রবর্তী সহ বিভিন্ন নেতৃত্ব। আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবারের রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ভারতের সাবেক রাষ্ট্রপতি শ্রী সর্বপল্লি রাধাকৃষ্ণের মূর্তিতে মাল্যদান করেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নতুন তৃনমূল দলের সভাপতি শ্রী যোগরন্জন হালদার এবং ডায়মন্ডহারবারের মহাকুমা শাসক শ্রী সান্তনু সাহা ও ডায়মন্ডহারবারের বিধায়ক শ্রী পান্নালাল হালদার এবং ভারতের পার্লামেন্ট সদস্য শ্রী শুভাশিস চক্রবর্তী। অন্যদিকে আজ এই দিনটি স্বরন করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি জনাব ইমরান মোল্লা ও মগরাহাট পশ্চিমের সাবেক সভাধিপতি শ্রী সব্যসাচী গায়েন এবং মগরাহাট পশ্চিমের জয়হিন্দ বাহিনীর সভাপতি জনাব কাজী ইন্তায়াজুর সাহেব।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি