কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বারুইপুর থানা এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা করে বারুইপুর জেলা তৃনমূল যুব দলের পক্ষ থেকে। এই রক্তদান শিবিরের প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন। এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করতে এসে পশ্চিম বাংলা বিধান সভার সদস্য ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃনমূল দলের নেতা এবং বিধায়ক শ্রী বিভাস সরদার বলেন যদি কেউ একফোঁটা রক্ত দিয়ে একটি জীবন কে রক্ষা যায় তাহলে তার থেকে এই মহান কাজ আর কিছু আছে বলে মনে করা যায়না। প্রতিটি মানুষের উচিত এই মহান কাজে যুক্ত হওয়া। কোন মানুষের যদি তৎকালীন জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হয় তাহলে তার রক্ত দিয়ে যদি অন্যর জীবন বাঁচাতে পারে তাহলে এর থেকে মহৎ কাজ আর নেই। তাই প্রতিটি থানা ও ব্লক এবং পঞ্চায়েত ও গ্রামে এই রক্তদান শিবিরের আয়োজন উচিত বলে মনে করেন। এই কাজে তার সরকার ও তিনি সবধরনের সাহায্য ও সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। এই সভায় উপস্থিত ছিলেন বারুইপুর জেলা তৃনমূল দলের সভাপতি জনাব মনিরুল ইসলাম সাহেব ও রামনগর পঞ্চায়েত সমিতির সহ সভাধিপতি শ্রী শ্যামসুন্দর চক্রবর্তী সহ জেলা ও ব্লক তৃনমূল দলের নেতৃত্ব।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি