নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ায় কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি (সিডিসি) প্রোগ্রামের আওতায় নতুন রাস্তার কাজের উদ্বোধন করেন, কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিন উদ্দিন। শহর এলাকার উন্নত জীবন এবং যন্তশীল সমাজ প্রতিষ্ঠার লক্ষে সরকারী বেসরকারী সমন্বয় সাধনের মাধ্যমে শহর এলাকার পিছিয়ে পড়া মানুষের জীবন মান উন্নয়নে পিছিয়ে পড়া জনগোষ্টিকে সংগঠিত করে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন, সামাজিক কার্যক্রম গ্রহন, সুদমুক্ত ক্ষুদ্রঋন প্রদান করে থাকে সিডিসি। গতকাল সকালে রাস্তা উদ্বোধন কালে প্যানেল মেয়র শাহিন উদ্দিন বলেন, কুষ্টিয়া পৌসভার ২১ টি ওয়ার্ডে মেয়র মহোদয়ের নির্দেশনায় কাঁচা রাস্তা পাকাকরনের কাজ সহ পিছিয়ে পড়া জনগোষ্টিকে এগিয়ে নিতে মহিলাদের নিয়ে গঠিত এলাকা ভিত্তিক কমিটি’র মাধ্যমে বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া কুষ্টিয়ার উন্নয়নের রুপকার জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি’র অগ্রাধিকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কুষ্টিয়া বাসির জীবনযাত্রার মানে ব্যাপক পরিবর্তন হচ্ছে। এসময় তিনি আরো বলেন, ১৪ নং ওয়ার্ডে মানুষের চলাচলে আমি নিজ অর্থায়নে রাস্তা নির্মানসহ বিভিন্ন ভাবে সহযোগীতা অব্যাহত রেখেছি। উদ্বোধন কালে সিডিসি’র ওয়ার্ড কমিটির সভাপতি , সাধারন সম্পাদকসহ এলাকাবাসি উপস্থিত ছিলেন।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি