নিউজ ডেস্ক:-
আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বারুইপুর মহাকুমার, বারুইপুর পূর্বের নবগ্রাম পঞ্চায়েত অন্তর্গত কেয়াতলা হাইস্কুল মাটে ইস্কুল পড়ুয়া ছাত্রীদের জন্য পশ্চিম বাংলার সরকারের সবুজ সাথীর সাইকেল তুলে দেওয়া হয়েছে। এই শুভ উদ্বোধনের সূচনা করেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও বারুইপুর পূর্বের বিধায়ক শ্রী বিভাস সরদার। এই অনুষ্ঠানে প্রায় শতাধিক ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়েছে । কারণ এই সুন্দর বন অঞ্চল এর বহু প্রান্ত গ্রাম থেকে ছোট ছোট ছেলে ও মেয়েরা বহু কস্ট করে পড়াশোনা করতে আসেন প্রায় সাত ও আট কিলোমিটার রাস্তা অতিক্রম করে । তাই তাদের কে যাতে লেখাপড়া করতে আসতে অসুবিধা না হয় তার জন্য পশ্চিম বাংলা সরকারের কাছে দরবার করেন পশ্চিম বাংলা বিধান সভার সদস্য ও তৃনমূল দলের অন্যতম নেতা এবং বারুইপুর পূর্বের বিধায়ক শ্রী বিভাস সরদার। তিনি ছেলে ও মেয়েদের শিক্ষা জগতে প্রবেশ করাতে অনুপ্রেরণা যোগাতে সাহায্য করতে এসেছেন। তার ও বারুইপুর ব্লক উন্নয়ন কালেক্টর ও বি ডি ও জনাব মশারফ হোসেন সাহেব এবং এই অঞ্চলের ডাকসাইটে তৃনমূল দলের নেতা ও নবগ্রাম পঞ্চায়েতের প্রধান জনাব আক্তার হোসেন মন্ডল। এছাড়াও এই অঞ্চলের পঞ্চায়েত সদস্যরা ও এই এলাকার বহু গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। এই সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে বহু ছাত্র ও ছাত্রী ইস্কুল ও কলেজে যাওয়ার আগ্রহ বেড়ে গেছে। এখন শহরের সঙ্গে পাল্লা দিয়ে গ্রামের ছেলে ও মেয়েরা শিক্ষার দিক থেকে এগিয়ে চলেছে।