কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবারের জেলা পুলিশের অধীনে ডায়মন্ডহারবার থানা আই সি এবং রামনগর থানার আই সি ও পারুলিয়া থানার ওসি এবং বারুইপুর জেলা মহিলা পুলিশের আই সি নেতৃত্বে বিশেষ একটি টিমের সদস্যদের তৎপরতায় পিস্তল ও বাইক সহ ধরা পড়েছে একটি ডাকাত দলের গ্যাঙ। ধৃত ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি, ৭,এমএম, অটোমেটিক পিস্তল ও, ১৭,রাউন্ড, তাজা কার্তুজ এবং দুই টি মোটরবাইক এবং ডাকাতি ও ছিনতাই করার জন্য ব্যাবহৃত যন্ত্র পাতি। তবে গোপন তথ্য সংগ্রহ করে এই ডাকাত দলের সদস্যদের ধরতে সক্ষম হয়েছে ডায়মন্ডহারবারের জেলা পুলিশের অধীনে ডায়মন্ড হারবার এস ডি পি ও শ্রী মিটুন বাবুর নেতৃত্বে গঠিত বিশেষ টিম। ডাকাতির ঘটনার আগে থেকেই এই দলটি ধরা পড়াতে বড়সড় ডাকাতির হাত থেকে বাচাতে পেরেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। সন্ত্রাস মুক্ত ও অপরাধ মুক্ত ডায়মন্ড হারবার জেলা তৈরি করতে বড় ভূমিকা পালন করছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ। তারা ইতিমধ্যেই বিভিন্ন যায়গায় নাকা চেকিং চালিয়ে যাচ্ছেন অপরাধ কমাতে ও কোভিড করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন।