নিজস্ব প্রতিবেদক:-
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার নব নির্বাচিত কমিটি ২০২১-২০২৪ আজ ৭ সেপ্টেস্বর বেলা ১২ টায় ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক নওশাদ আলী। এ সময় উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম, কলকারখানা প্রতিষ্ঠানের পরিদর্শন অধিদপ্তরের এআইজি মোরতোজা মোরশেদ, শ্রম কর্মকর্তা খন্দকার আজিজুল ইসলাম, শ্রমকল্যাণ সংগঠক পারভেজ খান। নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি পদে রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি পদে কামরুন্নাহার খান, সাধারন সম্পাদক পদে মাহমুদ হাসান, যুগ্ম সম্পাদক পদে আখতারুজ্জামান মৃধা পলাশ, সাংগঠনিক সম্পাদক পদে রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ পদে ইমরান হাসান পাপ্পু, দপ্তর সম্পাদক পদে ফিরোজ কায়সার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ চাঁদ আলী, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদো জাহাঙ্গীর খানের নাম নির্বাচিত ঘোষণা করেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আফরোজা আক্তার ডিউ ও জাহিদুল হক ডন উপস্থিত ছিলেন।
ইউনিয়নের সদস্যরা নির্বাচিতদের গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি