ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
গত কয়েক দিন আগে আফগানিস্তানের সরকার কে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় এসেছে আফগানিস্তানের সরকার বিরোধী তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা। সেই সাথে তারা পুনরায় চালু করতে চলেছে শরিয়াতের শাসন ব্যবস্থা। এই মত অবস্থায় তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের সরকার গড়তে ইতিমধ্যেই তারা আলোচনা শেষ করে দুই দিনের মধ্যে সরকার স্হায়ী ভাবে গঠিত করতে চলেছে। এবং ইতিমধ্যেই তারা তাদের মিত্র শক্তি চীন ও পাকিস্তান এবং রাশিয়া ও তুরস্ক এবং ইরান এবং কাতার সহ বেশ কিছু রাস্ট্রের কূটনৈতিক ও রাষ্ট্রপ্রধানদের ডাক দিয়েছেন। ঠিক সেই সময় ভারতের দিল্লিতে এসেছেন রাশিয়ার সি আই এ প্রধান। তিনি ভারতের সরাস্ট্র মন্ত্রী এবং ভারতের বিদেশ মন্ত্রী শ্রী জয়শংকর ও প্রতিরক্ষা মন্ত্রী এবং ভারতের সেনাবাহিনীর প্রধানদের সাথে মিলিত হয়েছে। এবং আগামী কাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করবেন । ঠিক সেই সময় ভারতের জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ তার ন্যাশনাল কনফারেন্স দলের একটি সভায় ভাষন দিতে গিয়ে তিনি বলেন যে তিনি চান আফগানিস্তানের তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের সরকার যেন সেই দেশের সুশাসন দেয়। এবং ওখানে ইসলামী আইন অনুসারে দেশ চলে যেন । সেই সঙ্গে তিনি বলেন তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের সরকার যেন প্রতিবেশী দেশ ভারত সহ পড়শী দেশের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন। এই মন্তব্যের তিব্র সমলোচনা করেন জম্মু ও কাশ্মীরের সাবেক উপ মুখ্যমন্ত্রী শ্রী নির্মল সিং। তিনি বলেন ভারত যখন আফগানিস্তানের বিষয়ে গভীর সঙ্কটের মধ্যে চলেছে সেই সময় সাবেক জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার এমন মন্তব্য করা ঠিক হয়নি। তবে ফারুক আবদুল্লাহ চাইছে তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের সরকার ভারতের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি