ডন ডেস্ক:-
করোনা প্রকপ শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। দীর্ঘ দিন স্কুল কলেজ বন্ধ থাকার পর সরকারের দায়িত্বশীলতায় করোনা প্রকপ কমেছে। স্বাভাবিক হয়েছে স্কুল কলেজ গুলো। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়া সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি কার্যক্রমে বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে “হেল্প ডেস্ক”ও পরিপূর্ণ স্বাস্থ্যসেবা মেনে চলার জন্য অনুরোধ ও মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হচ্ছে। কুষ্টিয়া সরকারি কলেজে অনার্স (২০২০-২০২১) শিক্ষাবর্ষের ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদান সহ সকল শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের এই “হেল্প ডেস্ক”সেবা কাজ করে চলেছে। উক্ত ছাত্রলীগের হেল্প ডেস্ক করার জন্য উপদেশ প্রদান ও ভিডিও কলের মাধ্যমে উদ্বোধন ও দিকনির্দেশনা প্রদান করেন কুষ্টিয়া জনমানুষের নেতা কুষ্টিয়া সদর উপজেলার জননন্দিত চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক জননেতা জনাব আতাউর রহমান আতা ভাই। উক্ত কর্মসূচিতে আমাদের সহযোগিতা প্রদান করেন কুষ্টিয়া সরকারি কলেজের সুদক্ষ অধ্যক্ষ মহোদয় প্রফেসর কাজী মনজুর কাদির স্যার। উক্ত কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য উপস্থিত হন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সুযোগ্য সভাপতি আতিকুর রহমান অনিক, কুষ্টিয়া পৌর শাখা ছাত্রলীগের সুযোগ্য আহ্বায়ক হাসিব কুরাইশী ও কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্রলীগের সভাপতি স্বপন হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব আলম লিমন ও সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খন্দকার সাধারণ শিক্ষার্থীরা জানায়, ভর্তি হতে এসে তারা যে সকল সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যাগুলো তারা খুব সহজেই ছাত্রলীগের ভাইদের মাধ্যমে সমাধান করতে পারছে এতে তাদের সময় এবং ঝামেলা কম হচ্ছে। ছাত্রলীগের কার্যক্রমে তারা খুশিট। কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খন্দকার জানাই, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধু যেভাবে সাধারণ মানুষের পাশে ছিল কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সেভাবেই জননেতা আতাউর রহমান আতা ভাইয়ের নির্দেশনায় সাধারণ শিক্ষার্থীর পাশে থেকে কাজ করতে চাই।