কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
পশ্চিম বাংলার তৃনমূল দলের সুপ্রিমো এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন ফাকা হয়ে যাওয়া ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তার মনোনয়ন পত্র জমা দিলেন তৃনমূল দলের হয়ে। তিনি গত বিধান সভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয় তার দলের নেতা ও সাবেক পশ্চিম বাংলার বিদুৎ মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু তিনি জয়ী হয়ে বিধান সভায় যাবার সময় দেখেন তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধান সভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়। তিনি তার নেত্রী কে বিধান সভার সদস্য করার জন্য তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়কের পদ থেকে পদত্যাগ করেন। যার ফলে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে গেলে পশ্চিম বাংলার যে কোন বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে। নতুবা তাঁর ছয়মাসের বেশি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। তাই আজ আগামী নির্বাচনে, ২৯,শে, অক্টোবর মাসে তাকে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে। আজ তার মনোনয়ন পত্র জমা দেন। তার সাথে ছিলেন পশ্চিম বাংলার তৃনমূল দলের নেতা ও মন্ত্রীরা। তিনি মনোনয়ন পত্র জমা দিয়ে বের হয়ে জনগণের উদ্দেশ্যে করে আর্শিবাদ চান। এবং পায়ে হেঁটে তিনি জনগণের উদ্দেশ্যে হাত নাড়াতে থাকেন। তবে ভবানীপুর বিধানসভা কেন্দ্র উপনির্বাচন কে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে রিট আবেদন জমা পড়েছে নির্বাচন স্থাপিত করার জন্য। তার শুনানি শুরু হবে আগামী সোমবার। এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভারতের জাতীয় কংগ্রেস কোন প্রার্থী দেবে না। এখানে সি পি আই এম ও বিজেপি প্রার্থী দেবে বলে জানিয়েছেন। তবে তাদের প্রার্থী কে হবে এখন পর্যন্ত জানা যায়নি। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন, আগামী, ১৬, ই, অক্টোবর।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি