ডন ডেস্ক:-
ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী শহীদ বাঘা যতীনের ১০৬ তম মৃত্যু বার্ষিকী ছিল ১০ সেপ্টম্বর শুক্রবার।বিপ্লবী এই নেতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে নাগরিক সমাবেশের আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুমারখালী। বিকাল ৩ টায় কয়ায় বাঘা যতীনের ভাস্কর্যে পুষ্পমালা অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এর পর কয়া কলেজ হল রুমে কয়া বাঘা যতীন থিয়েটারের সহযোগিতায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুমারখালী শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটি এম আবুল মনসুর মজনু'র সভাপতিত্বে নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন, কুমারখালী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শরিফ হোসেন, কয়া মহা বিদ্যালয়ের অধ্যক্ষ হারুন-অর রশিদ,কয়া কলেজের সভাপতি এডভোকেট নিজামুল হক চুন্নু, বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী শাখার সভাপতি মমতাজ বেগম, সদকী ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ চাঁদ আলী প্রমুখ । বক্তারা বলেন উপমহাদেশে ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ । নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুশকে ভালবাসতে হবে ভাল রাখতে হবে। কয়া বাঘা যতীন থিয়েটারের সভাপতি হামিদুল হক ও সাধারন সম্পাদক আবু সালহে'র সঞ্চলানা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য রওশন জোয়ারদার, সাংবাদিক এম এ ওহাব, নিজেরা করি সংগঠনে আঞ্চলিক সমন্বয়ক কামাল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান শহিদুল ইসলাম, নওশের, মিন্টু প্রমুখ। শহীদ বাঘা যতীনের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি