কুমারখালী প্রতিনিধি:-
প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন তৈরিতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।কুষ্টিয়া জেলার কুমারখালীর সদকী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের দক্ষিণ রামকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে নব নির্মিত চলমান স্কুল ভবন নির্মাণ কাজ নিয়ে চলছে কুমারখালী এল,জি,ই,ডি অফিস ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের রাম রাজত্ব। স্থানীয় সুত্রে জানা যায়,দক্ষিণ রামকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে নব নির্মিত ভবনের ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে প্রধান শিক্ষক ও স্কুলের সভাপতি আপত্তি জানালে কুমারখালী এল,জি,ই,ডি অফিসের ওরার্ক এএসিস্টেন্ট আমিরুল ইসলাম ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের দায়িত্বে থাকা নাইচ, প্রধান শিক্ষক ও সভাপতির উপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিক্ষুদ্ধ স্থানীয় জনগন কাজ বন্ধ করে দেয় কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান উপর মহলের ভয়ভীতি দেখিয়ে কাজ চালিয়ে যায়। প্রধান শিক্ষক মনিরুজ্জামান কফিল বলেন,কাজের অনিয়ম নিয়ে কথা বলতে গেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের তদারকির দায়িত্ব থাকা মোঃ নাইচ ও কুমারখালী এল,জি,ডি অফিসের ওরার্ক এসিস্টেন্ট আমিরুল ইসলাম আমার উপর চরাও হয় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতি মোঃ লিটন হোসেন বলেন,তিন আগে ছাদ ঢালাই দিলেও আজকের বৃষ্টিতে ভবনের তিনটা পিলার চুয়ে বৃষ্টির পানি পরতে থাকে,এ দেখে স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা ও এলাকাবাসী কাজ বন্ধ করে দেয়।পরে উপজেলার প্রধান প্রকৌশলী আব্দুর রহীম এসে ভবনের কাজের ত্রুটির কথা স্বীকার করে এখন থেকে সঠিকভাবে কাজ হবে বলে আশ্বাস দিলে কাজ পূনরায় শুরু হয়। উপজেলার প্রধান প্রকৌশলী আব্দুর রহীম বিষয়টি মীমাংসা করার জন্য ছুটে আসেন স্কুলে। কিন্তু এক পর্যায়ে স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক কোনো প্রকার অনিয়মের হলে কাজ না চালাতে বলেন। এবং সঠিক তদন্তের মাধ্যমে ভবনের কাজ সঠিকভাবে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।
এলাকাবাসীর দাবী কোন প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে স্কুল ভবনের কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান আর তাদের সহযোগিতা করছে এল,জি,ই,ডি অফিস। উল্লেখ্য যে গত ১০/১০/২০১৯ ইং তারিখে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সৈকত এন্টারপ্রাইজ ১ কোটি ২৪ লক্ষ ৭৬ হাজার টাকা ব্যয়ে দুটি ১ তোলা বিশিষ্ট ভবনের কাজ শুরু করে।০৯/০৭/২০২০ ইং তারিখে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ করতে পারেনি,পরবর্তীতে কাজের মেয়াদ বৃদ্ধি করে ৩০/০৫/২০২১ ইং তারিখে শেষ হওয়ার কথা থাকলেও তাও করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে তৃতীয়বার কাজের মেয়াদ বৃদ্ধির জন্য কোন আবেদনের কাগজ পত্র দেখাতে পারিনি কুমারখালী এল,জি,ই,ডি অফিস। এই অনিয়মের ব্যপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইড ম্যানেজার নাইস বলেন, কাজের কোন অনিয়ম হয়নি তবে ঊনিশ’ বিশ হতে পারে।