ডেস্ক নিউজ:-
পশ্চিম বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ও বাংলার রূপকার প্রায়াত সাবেক মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্মৃতি ও তার ফেলে রাখা কাজ কে রূপ দিতে তিনি সবধরনের চেষ্টা করবেন। কারণ পশ্চিম বাংলার প্রায়াত সাবেক মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায় এক সময় বারুইপুর পূর্বের এই শহরের পিয়ালী তে আসেন এবং তার খুব ভালো লেগেছিল। তিনিই প্রথম এই শহরের পিয়ালী টাউন কে সাজানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেন। পরে তিনি মারা যাওয়ার পর বামফ্রন্ট ক্ষমতায় আসেন। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার সময় পিয়ালী টাউন কে তেমন ভালো উন্নয়ন করে তুলতে পারে নি। কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিদের্শ ও বর্তমান বারুইপুর পূর্বের বিধায়ক ও পশ্চিম বাংলার বিধান সভার সদস্য শ্রী বিভাস সরদার ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্মৃতি বহন করতে তার ফেলে যাওয়া স্বপ্নের টাউন কে মডেল হিসেবে পরিচিত করার দায়িত্ব নিয়েছেন। তিনি এখানকার জল নিকাশি ও রাস্তা ঘাট ও সবুজ গাছপালা দিয়ে সাজানো শহর ও যোগাযোগ ব্যবস্থা সরল করার উপর গুরুত্ব আরোপ করেন। এবং পিয়ালী টাউন এর ছোট শিশুদের জন্য খেলার মাঠ ও ইস্কুল এবং কলেজ কে আরো উন্নত মানের করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। সেই সাথে পিয়ালী টাউন এর কাছ থেকে যে পিয়ালী খাল গিয়েছে গভীর সুন্দর বন নদীতে তার দুই পাশে সুন্দর পাকা রাস্তা ও সবুজ গাছপালা লাগানোর কাজে হাত দেবেন। সেই সাথে এই এলাকার মানুষের জন্য সামাজিক উন্নয়ন বোর্ড তৈরি করে পিয়ালী টাউন কে মডেল হিসেবে গড়তে চাইছেন। তার জন্য তার সরকার এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সবধরনের সাহায্য করবেন। বিধায়ক বিভাস সরদার চান তার বারুইপুর পূর্বের সকল ধরনের প্রয়াস চালিয়ে যাবেন। তার এলাকার সাধারণ মানুষের অভাব অভিযোগ কে গুরুত্ব দিয়ে দেখে আরো উন্নত মানের রাস্তা ঘাট ও যানবাহন চলাচল ব্যাবস্থা উন্নত মানের করবেন বলে ঘোষণা করেন।