কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
কিছুদিন আগে পশ্চিম বাংলার নারদা কান্ডের কেলেঙ্কারির জন্য পশ্চিম বাংলার মন্ত্রী জনাব ফিরাদ ববি হাকিম ও মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও মন্ত্রী মদন মিত্র এবং সাবেক মন্ত্রী ও কলকাতা পৌরসভার মেয়র শ্রী শোভনদেব চ্যাটার্জী বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই। তা নিয়ে সি বি আই এর অতি সক্রিয়তার ভূমিকা পালন নিয়ে সারা ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল। পরে কলকাতা হাইকোর্টে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে ফিরাদ ববি হাকিম সহ অন্যদের। কিন্তু সম্প্রতি এই কেসের চার্জশিট পেশ করার জন্য পশ্চিম বাংলার বিধান সভার স্পিকার শ্রী বিমান ব্যানার্জীর কাছে নোটিশ প্রদান করে সি বি আই ও ইডি। এবং তারা পশ্চিম বাংলার মন্ত্রী ফিরাদ ববি হাকিম ও মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং মন্ত্রী মদন মিত্র ও পশ্চিম বাংলার পাবলিক এক্যাউন্ট কমিটির চেয়ারম্যান শ্রী মুকুল রায় ও পশ্চিম বাংলার বিধান সভার বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী এবং শ্রী শোভন চ্যাটার্জী কে সমন জারি করেন। কিন্তু সরাসরি পশ্চিম বাংলার বিধান সভার স্পিকার কে সমনের নোটিশ প্রদান নিয়ে পশ্চিম বাংলার রাজ্যে বিধানসভার সম্মান হানি হয়েছে বলে স্পিকার বিমান ব্যানার্জী সি বি আই ও ইডি র দুই কর্মকর্তা কে তলব করা হয়েছে। এখন দেখার বিষয় সি বি আই ও ইডির কর্মকর্তারা বিধান সভার স্পিকার এর তলব পেয়ে আসেন কি না। কারণ সিবিআই ও ইডি সারদা ও নারদা মামলার তদন্ত করছে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে তদন্ত করে। এবং তাদের কাজ যা করছে তা কলকাতা হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের নির্দেশ ও নজরদারিতে। এখন বিষটি কোন দিকে যায় ঘটনাটি তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি