ডেস্ক নিউজ:-
ভারতের গনতান্ত্রিক যুব ফ্রেডারেশন পক্ষ থেকে দুস্থ গরীব মানুষের জন্য একটি রক্তদান শিবের আয়োজন করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির উস্তি লোকাল এরিয়া কমিটির শেরপুর যুব কমিটি। আজ এই রক্তদান শিবের শুভ উদ্বোধন করেন পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ জেলার ডি ওয়াই এফের সাধারণ সম্পাদক শ্রী সোমনাথ ঘোষ ও উস্তি লোকাল এরিয়া কমিটির সাধারণ সম্পাদক রাকেশ হালদার এবং শুভঙ্কর মন্ডল ও শেরপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক জনাব কবিরুল ইসলাম। এছাড়াও বহু মানুষ এই মহৎ রক্তদান শিবিরে যোগদান করেন। এই রক্তদান শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় রক্ত দান করেন। আগত রক্তদাতা মানুষের রক্তিম অভিনন্দন জানান শেরপুর লোকাল কমিটির সাধারণ সম্পাদক জনাব কবিরুল ইসলাম।