ডেস্ক নিউজ:-
আজ গুজরাটের গান্ধীনগরে দীর্ঘ আলোচনার পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র প্যাটেল কে মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করেন রাজ্যের বিজেপি র মুখপাত্র শ্রী যমল ব্যাস। তার আগে সকাল থেকে দীর্ঘ আলোচনা চলে সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপপানির যায়গায় কে বসবেন। তা নিয়ে আজ সকাল থেকে কৌতূহল শুরু হয়। পরে দিল্লি থেকে তিনজন পর্যবেক্ষ ছুটে আসেন গান্ধীনগরে। এদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লদ যোশী ও নরেন্দ্র সিঙ তমোর এবং সারা ভারতের বিজেপি র সাধারণ সম্পাদক শ্রী তরুণ চুগ। শেষ পর্যন্ত গুজরাটের ঘাটলোদিয়ার বিধায়ক প্রবীণ নেতা শ্রী ভূপেন্দ্র প্যাটেল কে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার জন্য বলেন। তার আগে তার নাম মুখ্যমন্ত্রী হিসেবে দিয়ে যান সাবেক গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপপানির। সমস্ত বিধায়ক ও বিধান পরিষদ এর সদস্যদের সাথে মিলিত হয়ে তার নাম প্রস্তাব করেন সকলেই। সেই হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি