ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
গত চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসের ঘটনা, অভিযুক্ত কুনাল অঙ্গলকার প্রতিবেশী একটি মেয়েকে প্রেমের সম্পর্কে আবদ্ধ করার প্রস্তাব দেন। কিন্তু সেই মেয়েটি তা প্রত্যাখ্যান করেন। এর পর অভিযুক্ত ব্যক্তি কুনাল অঙ্গলকার প্রতিবেশী মেয়েটি উপর প্রতিশোধ নিতে একটি কোরিয়ার কোম্পানি কে দিয়ে সেক্স টয় পাঠাতে থাকেন। কিন্তু যার উদ্দেশ্য করে পাঠানো হচ্ছে তিনি জানতে পারছেন না এই সেক্স টয় কোথায় থেকে কে পাঠিয়ে দেন। শেষে তিনি মোম্বাই পুলিশের মালাড থানাতে অভিযোগ দায়ের করেন। মোম্বাই পুলিশের বিশেষ টিম সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে এই কেসের তদন্ত শুরু করেন। এবং যে কোরিয়ার থেকে এই সেক্স টয় পাঠিয়ে দেন তার খোঁজ পাওয়া যায়নি। পরে গোপন তথ্য সংগ্রহ করে অভিযুক্ত কুনাল অঙ্গলকার কে আজ মোম্বাই পুলিশের বিশেষ টিম গ্রেফতার করে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি সেক্স সুস্চুল আইনের অধীনে এনে বিচার করার জন্য মোম্বাই এর দায়রা আদালতে তোলা হবে। তবে এই সেক্স টয় পাঠাতে অভিযুক্ত বিভিন্ন সময় তার মোবাইল ফোন নম্বর ও আই ডি কোড চেন্জ করতে থাকে। কিন্তু শেষ রক্ষা করতে না পারার দরুন আজ তাকে শ্রীঘরে যেতে হচ্ছে।