কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
আরও, ১৫,দিনের, জন্য কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করা হয়েছে পশ্চিম বাংলায়, সেই সঙ্গে রাত, ১১,টা, থেকে, সকাল, ৫,টা, পযন্ত রাত্রি কালিন কড়া বিধিনিষেধ। এই সময় জরুরি কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না। সেই সঙ্গে সাধারণ মানুষের জন্য মাক্স ও স্যানিটেশন সহ সামাজিক দূরত্ব মেনে চলার জন্য বলা হয়েছে। যদি কেউ এই নিতি লঙ্ঘন করে তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে আজ নবান্নে। তবে ট্রেন কবে থেকে স্বাভাবিক ভাবেই চলাচল করবে তার কোন নির্দেশ দেওয়া হয় নি। তবে কোভিড করোনা ভাইরাস মোকাবেলা করতে সবধরনের চেষ্টা করে চলেছে পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে। তবে ইস্কুল ও কলেজ বিধিনিষেধ মেনে খোলার কথা বলা হয়েছে। সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এবং স্যানিটেশন করতে হবে বলে জানিয়েছেন নবান্ন থেকে। তবে সভা ও সমাবেশ করতে গেলে সামাজিক দূরত্ব বজায় রেখে করতে হবে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি