ডন ডেস্ক:-
অবস্থানরত নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল -এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায়, আলোচনায় অংশ নেয়, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, কোষাধ্যক্ষ দীপ আজাদ, ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ, বিএফইউজের দফতর সম্পাদক বরুন ভৌমিক নয়ন, সদস্য নুরে জান্নাত আক্তার সীমা, সেবিকা রানি, খায়রুজ্জামান কামাল প্রমুখ। সভায় আগামী ২৬সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বিএফইউজের ত্রিবার্ষিক সম্মেলন ও প্রতিনিধি সভা সফল করা,পূর্ব এফইসির সিদ্ধান্ত মোতাবেক দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সদস্য / ভোটার অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে ঐক্যমত পোষণ করা হয়।
সভায় সম্প্রতি বিভিন্ন সাংবাদিক সংগঠনের নির্বাচিত নেতাদের ব্যাংক হিসাব তলবের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সদস্য লাউঞ্জে,সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন,ডিকাব সভাপতি পান্থ রহমান সহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করা হয়। শুভেচ্ছা