কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
আজ পূর্ব মেদিনীপুর জেলার দিঘার গভীর সমুদ্র উপকূলে মাছ ধরার সময় ধীবরদের জালে আটকে যায় প্রায়, ৭৫, কেজি ওজনের একটি তেলিয়া ভেটকি। ঔ মাছটি যখন মহানায় নিয়ে আসে তখন কয়েক শত মানুষ ভীড় করে দেখার জন্য। কারণ সাধারণ মানুষের কাছে পাচ কেজি ওজনের থাকে কুড়ি কেজি ওজনের ভেটকি বাজারে ও নদী এবং সাগরে মাছ ধরার সময় ধরা পড়েছে। কিন্তু এত বড় ধরনের একটি তেলিয়া ভেটকি ধরা পড়বে তা ধারণা করতে পারে নি ধীবররা। এবং এই মাছটি বাজারে প্রায় পাঁচ হাজার টাকা দরে কেজি বিক্রি করা হয়েছে। এই মাছটি বিদেশে পাঠানো হবে। কারণ ঔ মাছটি পটকা ও তেল দিয়ে ঔষধ হিসেবে কাজ করা হয়। তবে এর আগে এতবড় তেলিয়া ভেটকি ধরা পড়েছে বলে মনে করতে পারছে না এখানকার সাধারণ মানুষ ও ধীবররা।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি