কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
জেলা পুলিশের এস পি শ্রী বৈভব রেওয়ারী ও স্পিকার বিমান ব্যানার্জী,বৃহত্তম বারুইপুর থানাকে সাহায্য করতে এবং বড় জনসংখ্যার নিমন্ত্রণ ও আইন শৃঙ্খলা বজায় রাখতে আজ বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুরে নতুন করে একটি পুলিশ চৌকির শুভ উদ্বোধন করা হয়েছে। এই এলাকার মানুষের জন্য। জনসংখ্যার দিক দিয়ে মল্লিকপুরে প্রচুর পরিমাণে মানুষের বসতি স্থাপন করছে। এবং সেই সঙ্গে কাছাকাছি কলকাতার পার্ক সার্কাস ও মল্লিক বাজার এবং তপসিয়া রিপোন ইস্টিট সহ রাজাবাজার থেকে প্রচুর পরিমাণে মানুষ এসে এখানে বসবাস শুরু করেছে। আইন শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে তার জন্য এই পুলিশ চৌকির ব্যাবস্থা করা হয়েছে। কারণ কিছু দিন আগে এই কোভিড করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত জন্য সারা পশ্চিম বাংলায় লকডাউন হয়। ঠিক সেই সময় রেলওয়ে যাত্রীদের জন্য চালু হওয়া ট্রেন উঠার জন্য ও রেলওয়ে কে যাত্রীদের জন্য ট্রেন চলাচল করার দাবিতে মল্লিকপুরে ইস্টাশনে ব্যাপক অবস্থান ও অবরোধ হয়। সেই দিন অবরোধ তুলতে গেলে বারুইপুর থানার পুলিশ ও বারুইপুর জি আর পি পুলিশ এর উপর হামলা চালায় স্হানীয় মানুষ। তখন বহু পুলিশ কর্মকর্তা ও পুলিশ মার খায় এবং পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। পরবর্তীতে সেই ঘটনার সাথে জড়িত অপরাধীদের ধরতে অভিযান শুরু করে বারুইপুর থানার পুলিশ। তার পর থেকে এই এলাকায় পাকাপাকি ভাবে পুলিশ ফাড়ি তৈরি করার জন্য চেষ্টা করেন বারুইপুর জেলা পুলিশ । আজ তার শুভ উদ্বোধন করেন পশ্চিম বাংলার বিধান সভার স্পিকার ও বারুইপুর পশ্চিমের বিধায়ক শ্রী বিমান ব্যানার্জী ও বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রী বৈভব রেওয়ারী আই পি এস ও বারুইপুর জেলা পুলিশের জোনাল পুলিশ সুপার শ্রী ইদ্রজিৎ বাসু আই পি এস বারুইপুর জেলা পুলিশের সদর সাহেব এবং বারুইপুর জেলা পুলিশের বারুইপুর থানার আই সি শ্রী দেবপ্রসাদ রায় ও জেলা পরিষদ সদস্য জয়ন্ত ভদ্র ও বারুইপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান শ্রী গৌতম দাস এবং মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ভারতী মন্ডল ও উপপ্রধান জনাব হবিবুর রহমান বৈদ্য। এই মল্লিকপুরে নতুন পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রী সুকুমার রুইদাস।