পঞ্চগড় প্রতিনিধি:-
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে শিংরোড রতনীবাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী (মৌলভী) শিক্ষকের সাথে শ্যালিকার অনৈতিক সম্পর্ক করার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে, সহকারি (মৌলভী) শিক্ষক হায়দার আলীকে।ঘটনা টি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলা চাকলাহাট ইউনিয়নের রতনীবাড়ি অমরখানা গ্রামে।ওই একই ইউনিয়নে শিক্ষক হায়দার আলীর বাড়ি নারায়নপুর দেওনিয়া পাড়া গ্রামে। শিক্ষকের শ্বশুর একই স্কুলের নৈশ্য প্রহরী আশরাফুল ইসলাম মেয়ে শারমিন আকতারের সাথে অবৈধ সম্পর্কের লিখিত অভিযোগ করেন গত (২ সেপ্টেম্বর) প্রধান শিক্ষক বরাবর। মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর দুপুরে হায়দার আলীকে বরখাস্তের আবেদন পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্য্যালয়ে প্রদান করা হয়।ওই এলাকার স্থানীয় ও স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জানান তার শ্বশুর বাড়ি অতিরিক্ত যাওয়া আসার করেছিল,শিক্ষক হায়দার আলী।তার শ্বশুর বাড়ি চাকলাহাট ইউনিয়নের অমরখানা গ্রামে।অতিরিক্ত যাওয়া আসার সুযোগ পেয়ে শ্যালিকা শারমিন আকতারের সাথে অবৈধ সম্পর্কে গড়ে উঠে। যত দিন যায় ততই শ্যালিকার সাথে তার সম্পর্ক গভীর হয়ে যায়।সম্পর্কে এক পর্যায়ে শারমিন আকতারকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে যায়, সহকারি মৌলভী শিক্ষক ।আরও জানা গেছে ওই শিক্ষকের (৭ বছরে)একটি কন্যা সন্তান রয়েছে। শারমিন আকতার পঞ্চগড় সরকারি মহিলা কলেজে হতে গত (২০১৯) এইচ এস সি পাস করেন । এ ঘটনা জানাজানি হলে দুই এলাকায় চাঞ্চলের সৃস্টি হয়।করনার স্কুল বন্ধ থাকার কারনে শিক্ষক হায়দার আলী এ সময় টা কাজে লাগায় এক পর্যায়ে তিনি এ বিষয়টি গোপন রাখার চেস্টা করেন।গত ৮ সেপ্টেম্বর ম্যানেজিং কমিটি হায়দার আলীকে এ বিষয়ে কারন দর্শানোর নোটিশ প্রদান করে এবং ১০ সেপ্টেম্বরের মধ্যে ওই শিক্ষককে নোটিশের জবাব দিতে বলা হয়। গত (১২ সেপ্টেম্বর)ম্যানেজিং কমিটির জরুরী সভায় (মৌলভী) শিক্ষক হায়দার আলীর জবাব সন্তোষজনক না হওয়ায় সর্বসম্রতিক্রমে বরখাস্তের সিদ্ধান্ত হয়।ওই স্কুলের একজন ছাত্রীর অভিবাবক জানান শিক্ষক হায়দার আলীর কঠিন শাস্তি চাই। কারন একজন শিক্ষক হয়ে,শ্যালিকার সাথে অনৈতিক কাজ করতে পারে তাহলে তো ছাএ-ছাএীদের উপর এই প্রভাব পড়বে বটে।শারমিন আকতার এই স্কুল থেকে (২০১৭ সালে) এসএসসি পাশ করেছেন।ভিযুক্ত মৌলভী শিক্ষক হায়দার আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে খবর প্রকাশ না করার অনুরোধ জানায়।ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মঈন উদ্দিন জানান স্কুলের নৈশ্য প্রহরী আশরাফুল ইসলামের কন্যার সাথে অবৈধভাবে সহকারি শিক্ষক মৌলভী হায়দার আলীর অনৈতিক সম্পর্কের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।পরে ওই শিক্ষক কারন দর্শানোর নোটিশের সন্তোষ জনক জবাব না দেওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমানিক জানান রতনীবাড়ি দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারি মৌলভী শিক্ষক হায়দার আলীকে বরখাস্তের একটি আবেদন পেয়েছি। ওই স্কুলের ম্যানেজিং কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে । বর্তমানে তাকে অর্ধবেতনে সাময়িক বরখাস্ত করা হয়েছে।অভিযোগ সত্য প্রমানিত হলে আরও কোঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।