ডন ডেস্ক:-
কুষ্টিয়া র্যাব ১২ চৌকস অভিযানে গত ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে দশটায় কুষ্টিয়া সদর থানাধীন জুগিয়া রাস্তা পাড়া উডল্যান্ডের সামনে থেকে গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত দুই ব্যক্তির নিকট থেকে কিছু মালামাল উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামাল গাজার পরিমান ৩ কেজি ৫০০ গ্রাম, মোবাইল দুইটা,সিম তিনটা,নগদ ১৬০০ টাকা ও একটি মোটরসাইকেল। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ১/পিন্টু মণ্ডল,পিতা সোবহান মন্ডল ২/সুবহান মন্ডল ,পিতা মৃত দুঃখ মন্ডল ,সাং জুগিয়া রাস্তা পাড়া। দীর্ঘদিন ধরে তারা মাদকের ব্যবসা চালিয়ে আসছে। কুষ্টিয়ার র্যাব ১২ তাদের চৌকস অভিযানে এই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেন। কুষ্টিয়ার র্যাব ১২ তাদের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় হাজির করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে কুষ্টিয়া সদর থানায় তাদেরকে সোপর্দ করেন এবং উদ্ধারকৃত মালামাল হস্তান্তর করেন। কুষ্টিয়া র্যাব ১২ কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান সোনার বাংলাদেশ গঠনে কুষ্টিয়ার র্যাব ১২ এর মাদকদ্রব্য অভিযান অব্যাহত থাকবে। কুষ্টিয়ার র্যাব ১২ কে তথ্য দিন মাদক,সন্ত্রাস ও জঙ্গি মুক্ত বাংলাদেশ গঠনে সহায়তা করুন।