ডন ডেস্ক:-
কুষ্টিয়া শহরের হানিফ নগরে জাবেদ কনভেনশন সেন্টারে আজ 19/09/2021 ইং তারিখে দুপুর একটায় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১-২০২৩ এর বিপ্লব-সোহেল প্যানেল পরিচিতি ও ইশতেহার প্রকাশ করা হয়। নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন সাধারণ সম্পাদক প্রার্থী, জিটিভি ও যায়যায়দিনের জেলা প্রতিনিধি, দৈনিক কুষ্টিয়া প্রতিদিনের সম্পাদক সোহেল রানা। বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির পূণরায় সভাপতি প্রার্থী, বাংলাদেশ বেতার, নাগরিক টিভি’র জেলা প্রতিনিধি ও দৈনিক আরশীনগর সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব। সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমিরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারন সম্পাদক মাহমুদ হাসান। বক্তব্য রাখেন মীর আল আরেফিন বাবু ( ডেইলি ইন্ডিপেনডেন্ট), আফরোজা আক্তার ডিউ ( নিউনেশন), আখতারুজ্জামান মৃধা পলাশ ( দৈনিক মুক্তখবর), সালমান শাহারিয়ার রাজু ( দৈনিক পদ্মা গড়াই), মোঃ জাহিদুল হক ডন ( দৈনিক প্রাইম নিউজ) ,ইসমাইল হোসেন ( দৈনিক সময়ের আলো), কামরুন্নাহার খান কলি ( দৈনিক স্বর্ণযুগ), এস এম ওয়ালিদুজ্জামান শুভ ( দৈনিক নবচেতনা) প্রমুখ।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি