মোঃমেরাজুল ইসলাম:পঞ্চগড়:-
পঞ্চগড় জেলা সদস উপজেলায় ২ নং হাফিজাবাদ ইউনিয়নের ধর্নেক পাড়া এলাকায় শিম চাষী মোঃ নুর-আলম ইসলাম সাথে সরজমিনে কথা বলে জানা গেছে,গত বছের তুলনায় এ বছর শিমের দাম অনেক বেশি। এ শিমের জাত হচ্ছে হাইব্রিড জাত যার ফলনও বাম্পার।প্রতি কেজি শিম পাইকারী মূল্য ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে এবং ফসল থেকেই এই শিম নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা বিভিন্ন হাট বাজার গুলোতে।শিমের দাম অনেক ভালো থাকায় আমরা কৃষকরা অনেক খুশি, যদি শিমের দাম কমিয়ে না যায় তাহলে আমরা এ বছব লাভবান হতে পারবো। আমি প্রথমে ১০ কেজি শিম তুলতে পেরেছি এবং পাইকারী ৮০ টারা দরে বিক্রি করেছি,এতে আমি অনেক খুশি।চারা রোপনের ৪০ দিনের মাথায় ফল আসতে শুরু করে এবং ৬০-৬৫ দিনের মধ্য ফসল তুলা শুরু হয়,প্রতি সপ্তাহে ৫ মণ করে শিম তুলা যায়। এই ফসল সর্বোচ্চ ৪ মাস ফল দিয়ে থাকে,যদি আবহাওয়া অনুকূল ভালো থাকে তাহলে চার মাসে মোট ৭০-৮০ মণ সিম তুলা যাবে বলে আশা করা যায় এক বিঘা জমি থেকে।এবং এক বিঘা জমিতে খরচ হয়েছে সর্বোমোট ২০,০০০ টাকা।তিনি আরও জানান,কৃষি অফিস থেকে যদি কোন সুপরামর্শ ও সহযোগিতা পেতাম তাহলে আরও বেশি ফলন হতো। এবং কি ইউনিয়ন বিজ কর্মকতা থেকেও কোন পর্যবেক্ষন করেনি।যদি আমরা কৃষকরা কৃষি অফিস থেকে কোন সহযোগিতা সুপরামর্শ পেতাম তাহলে শিম চাষে কৃষকরা আরও বেশি আগ্রহ হয়ে শিম চাষ করতো। পঞ্চগড় জেলা কৃষি কর্মকর্তা মোঃমিজানুর রহমানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান , পঞ্চগড়ে বেশির ভাগই হাইব্রিড জাতের শিম চাষ হচ্ছে। তবে এ বছর ৯০ হেক্টর জমিত শিম চাষ হয়েছে।যদি কৃষকের কোন পরামর্শ বা সহযোগিতা প্রয়োজন হয় আমার সাথে মুঠোফোনে বা সরাসরি দেখা করলে আমি আমার দিক থেকে সার্বিক সহযোগিতা করবো।