ডন ডেস্ক:-
চুয়াডাঙ্গায় বজ্রপাত প্রতিরোধে এক হাজার তাল গাছের চারা রোপণ করা হয়েছে। বিকেলে অ্যাওয়ার্নেস আর্মি ফাউন্ডেশনের উদ্যোগে কুমার নদে এ আয়োজন করা হয়। পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, তালগাছ বজ্রপাত রোধে সহায়ক ভূমিকা পালন করে। থাইল্যান্ডের মতো বাংলাদেশেও সব জেলাতে বজ্রপাত রোধে তাল গাছ রোপনের পদক্ষেপ নিচ্ছে সরকার। গ্রামীন ঐতিহ্যের সাক্ষ্যী তাল গাছের দেখা না পাওয়ায় বজ্রপাতের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন, বজ্রপাতের পরিমান বৃদ্ধির ফলে পরিবেশ বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন তাল গাছের উপকারিতা। যেকোন ধরনের পরিবেশেই তাল গাছ বেছেঁ থেকে জীবন ধারন করতে পারে। এসময় তিনি সবাইকে একটি করে তালগাছ বাড়ির অঙ্গিনায় রোপনের অনুরোধ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), মুন্না বিশ্বাস, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবির, উপজেলা কৃষিবিদ মনিরুজ্জামান, দামুড়হুদা সহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব রাজু আহমেদ, সভাপতি অ্যাওয়ার্নেস আর্মি ফাউন্ডেশন এবং সঞ্চালনা করেন সাহারিয়ার নাফিজ, সাধারণ সম্পাদক, অ্যাওয়ার্নেস আর্মি ফাউন্ডেশন চুয়াডাঙ্গা।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি