ডন ডেস্ক:-
কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিলসহ রোকনুজ্জামান নামের ১ জন কে গ্রেফতার করেছে। থানা পুলিশ আজ সোমবার দুপুরে লালন শাহ সেতু সংলগ্ন গোলচত্বরের পূর্ব পাশ থেকে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রোকনুজ্জামান (৩৮)পাবনা জেলার দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার আবুল হোসেনের পূত্র। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানতে পারেন, মোটরসাইকেল যোগে মাদক পাচারের উদ্দেশ্য মাদক ব্যবসায়ী ভেড়ামারা থেকে পাবনা অভিমূখী রওনা করেছে। এ সংবাদের ভিক্তিতে ওসি মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম লালন শাহ সেতুর গোল চত্তরে অবস্থান নেয়। মাদক বহনকারী মোটরসাইকেলটি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এই সময় পুলিশ তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা ব্যাগ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে তাকে আটক করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি