নিউজ ডেস্ক:-
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা – ২০২১ উদযাপন উপলক্ষে জেলার সকল পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম সভাপতি হিসেবে উপস্থিত থেকে উক্ত মতোবিনিময় ও সমন্বয় সভা পরিচালনা করেন। অনুষ্ঠানে সাত থানা থেকে আগত পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারি, মনোনীত প্রতিনিধি, কুষ্টিয়া জেলা পূজা উউদযাপন কমিটির সেক্রেটারি ও সভাপতি, অফিসার ইনচার্জ সকল থানা, সার্কেল অফিসারবৃন্দ, ও জেলা পুলিশ কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ বক্তব্য রাখেন। পুলিশ সুপার কুষ্টিয়া এ সময় সকলকে ধন্যবাদ ও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। তিনি সকলের বক্তব্য গভীর মনোযোগ সহকারে শোনেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে নিশ্চিত করেন। পুলিশ সুপার কুষ্টিয়া আসন্ন শারদীয় দুর্গাপূজা – ২০২১ উদযাপন এবং জেলার সকল পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে পূজা উদযাপন কমিটিকে পর্যাপ্ত সংখ্যক ভলান্টিয়ার রাখা এবং পর্যায় ক্রমে তাদের ডিউটি করানোর অনুরোধ করেন। এ ছাড়াও তিনি মন্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তার জন্য সক্ষমতা অনুযায়ী সিসিটিভি ক্যামেরা রাখার জন্য বলেন। কুষ্টিয়া জেলায় এ বছর ২৫২ টি পূজা মন্ডপ তৈরী করা হচ্ছে, এর মধ্যে কুষ্টিয়া মডেল থানা এলাকায় ৫৫টি, কুমারখালী থানা এলাকায় ৫৯টি, খোকসা থানা এলাকায় ৬৩টি, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় ২৭টি, মিরপুর থানা এলাকায় ২৩টি, ভেড়ামারা থানা এলাকায় ৯টি ও দৌলতপুর থানা এলাকায় ১৬টি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে। জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার স্বার্থে টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ, মো ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল, অনুপ কুমার নন্দী, সভাপতি জেলা পূজা উদযাপন পরিষদ, জয়দেব বিশ্বাস, সাধারন সম্পাদক জেলা পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, পূজা উদযাপন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং কুষ্টিয়া জেলা পুলিশের সকল ক্যাম্প, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জবৃন্দ।