কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
একটি গাছ একটি প্রান নিয়ে এই প্রকল্পের কাজ শুরু করে দিয়েছে পশ্চিম বাংলার গভীর সুন্দর বন এলাকা কুলতলির বিধায়ক শ্রী গনেশ চন্দ্র মন্ডল। তিনি আজ সুন্দর বন এলাকার কৈখালি এলাকার নদীর বাধ তীরে ছোট ছোট বৃক্ষের চারা নিয়ে রোপণ করে তার শুভ উদ্বোধন করেন। তিনি বলেন গভীর সুন্দর বন এলাকার বহু নদী ও বাধ প্রবল বৃষ্টিপাত ও ভরা কোটাল ও আমপান ঘূর্ণিঝড় এর কবলে পড়ে সেগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাই নদীর তীরে বোল্ডার দিয়ে নদী বাধ মেরামতির কাজ হয়। তা কিছু রক্ষা পেলেও তার স্থায়ী সমাধান করা যায় না। তাই নদীর তীরে যদি ছোট ছোট গাছ লাগানো যায় তাহলে নদীর পাড় ধরে রাখতে পারে মাটি কে এবং ভূমি ক্ষয় রক্ষা করতে পারা যায়। সেই জন্য নদীর তীরে একদিকে সবুজ উন্নয়ন করা সেই সঙ্গে নদীর তীরে ভূমি ক্ষয় রক্ষা করতে তার এই প্রোগ্রাম চালু করা হয়েছে। আজকের এই নদীর তীরে সবুজ উন্নয়ন ও বৃক্ষ রোপণ প্রকল্পের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন স্হানীয় বিধায়ক শ্রী গনেশ চন্দ্র মন্ডল ও কুলতলি ব্লকের বি ডি ও শ্রী বীরেন্দ্র অধিকারী ও কুলতলি থানার আই সি শ্রী অধেন্দু দে সরকার।