ডন ডেস্ক:-
কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকার দরবেশপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে রাজু আহম্মেদ (৩৭) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত রাজু আহম্মেদ দরবেশপুর গ্রামের মুন্তা মন্ডলের ছেলে। বৃহস্পতিবার আনুমানিক রাত ১ টার সময় এই ঘটনা ঘটে। নিহত রাজু আহম্মেদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এলাকা বাসী সুত্রে জানা যায়, দীর্ঘ কয়েক মাস ধরে ভাদালিয়া দরবেশপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে কোন্দল চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় এই ঘটনা ঘটে। নিহতের পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে প্রতিদিনের মত রাজু বাসায় ঘুমিয়ে ছিলো। হঠাৎ করে পুরো বাড়ি প্রতিপক্ষের লোকজন ঘেড়ায়াও করে রাজুকে তার ঘর থেকে বের করে গুলি করে। রাজু আহত হলে রাজুর পরিবার তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমের সাথে মুঠোফোনে ফোন দিলে তিনি রিসিভড করেননি।