কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
জানাল কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী সব্যসাচী ভট্টাচার্য, সম্প্রতি কলকাতা হাইকোর্টে এক তরুণী এক, ২২,ব্ৎসরের, যুবকের বিরুদ্ধে যৌন হেনস্তার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী সব্যসাচী ভট্টাচার্যের একলাসে মামলা দায়ের করেন, ৩৭৬,ধারায়,। সেই কেসের শুনানিতে জানতে পারা যায় যে ঔ তরুণী সেচ্ছায় তার যুবক সঙ্গীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু পরবর্তীতে তিনি তার ত্যাগ করেন। এই মমলার শুনানি তে জানতে পারেন যে তরুণীর বয়স যখন, ১৬,বৎসরের, উদ্ধে তখন যে যুবকের সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক স্থাপন করেন তার বয়স ছিল, ২২,বৎসর। তাই দুজনের সম্মতির ফলে তারা উভয় শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এক্ষেত্রে তাদের প্রমাণ করতে হবে যে তারা নাবালক ছিলেন। এবং প্রাপ্ত বয়স্ক ছিলেন না। তাহলে তাদের বিরুদ্ধে যৌন সম্পর্ক ও হেনস্তার মামলা রুজু করে পকোসো আইনের অধীনে আনে সাজা প্রদান করা হবে। কিন্তু যদি দেখা যায় তাদের বয়স পরিপূর্ণ ছিল তাহলে তার যুবক সঙ্গীর বিরুদ্ধে পকোসো আইনের মাধ্যমে, ৩৭৬,ধারা, প্রয়োগ করা হবে। তবে উভয় যদি নিজেদের উদ্যোগে ও সম্মতিতে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সেক্ষেত্রে ওই যুবকের বিরুদ্ধে যৌন হেনস্তা ও পকোসো আইনের অধীনে কোন আইন প্রয়োগ করা হবে না বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী সব্যসাচী ভট্টাচার্য।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি