ডন ডেস্ক:-
র্যাব ১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের ১ টি চৌকস আভিযানিক দল আজ ২৪ সেপ্টেম্বর রোজ শুক্রবার রাত ০০.৪৫ ঘটিকার সময় ভেড়ামারা বাসস্ট্যান্ডে জুয়েল এর জুয়েল স্টোর ও কনফেকশনারি দোকানের সামনে পাকা রাস্তার পাশে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮৯৫ পিচ ইয়াবা, মোবাইল ফোন একটি, সীম কার্ড একটি, নগদ ৫০৬ টাকাসহ আসামি শিপন আলী কে গ্রেফতার করেন। শিপন আলী (, ৪০), পিতা- কিয়ামত মালিথা, সাং কামালপুর, থানা - দৌলতপুর, জেলা- কুষ্টিয়া কে গ্রেফতার করে ভেড়ামারা থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন। পৃথক আরেকটি অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল সহ আকিদুল কে দৌলতপুর থেকে গ্রেফতার করেন এবং দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু হয়েছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি