কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গভীর সুন্দর বন এলাকার ঢোষার হাটে আজ চন্দেশ্বর এলাকার বিভিন্ন যায়গায় থেকে প্রায় কয়েক হাজার বিজেপি সমর্থক ও নেতা তৃনমূল দলে যোগদান করেন। তাদেরকে তৃনমূল দলের পতাকা হাতে তুলে দেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের অন্যতম নেতা ও বারুইপুর পূর্বের তৃনমূল দলের সভাপতি শ্রী শ্যামসুন্দর চক্রবর্তী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও বারুইপুর পূর্বের বিধায়ক শ্রী বিভাস সরদার এবং বারুইপুর পূর্বের যুব তৃনমূল দলের অন্যতম নেতা জনাব রবিউল হক বৈদ্য ও বারুইপুর পূর্বের তৃনমূল দলের যুব সহ সভাপতি শ্রী তুফান ঘোষ ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য জনাব রফিকুল হাসান এবং বারুইপুর পূর্বের নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও নবগ্রাম অঞ্চল তৃনমূল দলের সভাপতি ও লড়াই করা নেতা জনাব আক্তার হোসেন মন্ডল সহ বিভিন্ন ব্লক তৃনমূল দলের নেতৃত্ব।এই সভার পর ভারত সরকারের কৃষক বিরোধী বিল প্রত্যাহারের দাবিতে এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নিতীর প্রতিবাদে মিছিল বের হয়। সেই মিছিল থেকে কৃষক বিরোধী বিল প্রত্যাহারের দাবি জানানো হয়। এবং আকাশছোঁয়া দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদ করা হয়।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি