প্রতিবেদক:-
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল
উৎসবমুখর পরিবেশে কেপিসি চত্বরে অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৩টা
পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই নির্বাচন। গতকাল শনিবার কুষ্টিয়া প্রেসক্লাব
কেপিসির নির্বাচন জেলা প্রশাসকের পক্ষে পরিদর্শন করেন ডিডিএলজি (উপ-সচিব)
মৃনাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার,
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহমেদ সাদাত, কুষ্টিয়া পুলিশ সুপারের পক্ষে
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বিজ্ঞ পিপি ও জেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি এ্যাড. অনুপ কুমার নন্দী, মিরপুর উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান কাশেম জোয়ার্দ্দার সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা।
১৭টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেন।
গতকাল বিকাল ৪টা থেকে ভোট গননা শুরু হয়।কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির
দ্বি-বার্ষিক নির্বাচনের রিটার্নিং অফিস ও সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ
আমীরুল আজম, প্রিজাইডিং অফিসার ও সহকারী তথ্য অফিসার শিল্পী মন্ডলসহ
নির্বাচনে দায়িত্বশীল ব্যক্তিরা ভোট গননা শেষে বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা
করেন। ভোট গননার সময় প্রার্থীদের এজেন্ট ও কোন কোন প্রার্থী নিজেই
উপস্থিত ছিলেন। ভোটের ফলাফলে রাশেদুল ইসলাম বিপ্লব (নাগরিক টিভি) সভাপতি
নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী ছিলেন স.ম. লাভলু (দৈনিক কুষ্টিয়া
বার্তা)। সহ-সভাপতি পদে নির্বাচিত হন মীর আল আরেফিন বাবু ( ডেইলি
ইন্ডিপেনডেন্ট), বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমিরুল ইসলাম (সাপ্তাহিক
মুকুর)। নিকটতম প্রার্থী ছিলেন ইব্রাহিম খলিল (দৈনিক মাতৃভাষা)। সাধারন
সম্পাদক পদে সোহেল রানা (জিটিভি ও যায়যায়দিন) নির্বাচিত হন। তার নিকটতম
প্রার্থী ছিলেন খায়রুল আলম সুমন (দৈনিক হিসনাবানী)। যুগ্ম সম্পাদক পদে
আখতারুজ্জামান মৃধা পলাশ ( দৈনিক মুক্তখবর), মাহমুদ হাসান (দৈনিক নওরোজ)
নির্বাচিত হন। নিকটতম প্রার্থী ছিলেন আরিফুল ইসলাম (সাপ্তাহিক কুমারখালী
বার্তা)। সাংগঠনিক সম্পাদক পদে আফরোজা আক্তার ডিউ (নিউনেশন) নির্বাচিত
হন। নিকটতম প্রার্থী ছিলেন সুমন মাহমুদ (দৈনিক বাংলাদেশের আলো)।
কোষাধ্যক্ষ পদে ইসমাইল হোসেন (দৈনিক সময়ের আলো) নির্বাচিত হন। নিকটতম
প্রার্থী ছিলেন আখতারুন্নবী মনা (দৈনিক একুশে সংবাদ)। দপ্তর সম্পাদক পদে
এস এম ওয়ালিদুজ্জামান শুভ ( দৈনিক নবচেতনা) নির্বাচিত হন। নিকতম প্রার্থী
ছিলেন আমির হামজা (ডেইলি অথেনটিক)। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সালমান
শাহারিয়ার রাজু (দৈনিক পদ্মা গড়াই) নির্বাচিত হন। নিকটতম প্রার্থী ছিলেন
এইচএম বেলাল (দৈনিক ভোরের চেতনা)। তথ্য ও গবেষনা সম্পাদক পদে সেলিম রেজা
বাচ্চু (সাপ্তাহিক দৌলতপুর বার্তা) নির্বাচিত হন। নিকটতম প্রার্থী ছিলেন
জীবন মাহমুদ ডাবলু (দৈনিক স্বর্ণযুগ)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে
জাহিদুল হক ডন (দৈনিক প্রাইম) নির্বাচিত হন। নিকটতম প্রার্থী ছিলেন
আশরাফুল ইসলাম (দৈনিক সমাচার দর্পন)। নির্বাহী সদস্য পদে ফিরোজ কায়সার (
আনন্দ টিভি), জান্নাতুল ফেরদৌস (দৈনিক আরশীনগর), তৌফিক তপন (দৈনিক
স্বাধীন সংবাদ), হাফিজুর রহমান জীবন (দৈনিক গণমুক্তি), সোহাগ আহমেদ
(দৈনিক সাগরখালী) নির্বাচিত হন। প্রতিদ্বন্দিতা করেন ফয়সাল চৌধুরী (দৈনিক
স্বদেশ প্রতিদিন), ইউসুফ মাহমুদ (দৈনিক করতোয়া, ইউটিভি), সামরুজ্জামান
সামুন (দৈনিক লাখো কণ্ঠ), সাঈফ উদ্দিন আল আজাদ (দৈনিক বিশ্ব মানচিত্র)।
ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রার্থীরা নিজ
নিজ ব্যানার ফেস্টুন টানিয়ে নির্বাচন কেন্দ্রে সাজ সজ্জায় পরিণত করেন।
নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক
সম্পাদক সহ অন্যান্য সম্পাদক ও নির্বাহী সদস্যদের ফুলের মালা পরিয়ে দেন
ভোটাররা। সমর্থকরা ফুলে ফুলে ভরে তুলেন তাদের নির্বাচিত প্রার্থীদের।
এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, এ বিজয়
আপনাদের। এ বিজয় গণতন্ত্রের এবং গণমাধ্যমের। যারা পরাজিত হয়েছেন তাদের
সাথে নির্বাচিতদের কোন দুরত্ব থাকবে না। বরং সকল কর্মসূচী এবং সিদ্ধান্ত
গ্রহণের ক্ষেত্রে নির্বাহী পরিষদের মতো তারাও সমান অধিকার ভোগ করবেন।
সামান্য ভোটে জয় পরাজয় এটি কোন ব্যর্থতার মধ্যে পড়ে না। বরং গণতন্ত্রকে
শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। আজ নব-নির্বাচিত কমিটি কুষ্টিয়া
প্রেসক্লাব কেপিসির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সহ-সভাপতি জামিল হাসান
খান খোকনের কুষ্টিয়া পৌর গোরস্থানে কবর জিয়ারতের মধ্যদিয়ে যাত্রা শুরু
করবে। নির্বাচিত সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি