ডন ডেস্ক:-
কুষ্টিয়ার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগম এর পক্ষ থেকে পুলিশ সদস্যদের জন্য ক্রীড়া সামগ্রী ও করোনা প্রতিরোধে মাস্ক হস্তান্তর করা হয়েছে। সোমবার (৪অক্টোবর) বিকাল ৫ টায় সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগম এর পক্ষে তার ছোট ছেলে সাবেক সহ-সভাপতি, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর সৈয়দ কামরুল আরিফিন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন। করোনা কালে করোনা প্রতিরোধে পুলিশ সদস্যদের দৈহিক ও মানসিক বিকাশে ক্রীড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে লক্ষ্যে তিনি মাস্ক ও ক্রীড়া সামগ্রী প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কুষ্টিয়া, মোঃ আজমল হোসেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মিরপুর সার্কেল, মোঃ গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ মিরপুর থানা, আরওআই কুষ্টিয়াসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি