কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
আজ পশ্চিম বাংলার কলকাতা পুলিশের নগর পাল শ্রী সৌমেন মিত্র আই পি এস সকাল থেকে বের হয়েছে কলকাতা বিভিন্ন যায়গার অবস্তিত দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করতে। সেই সাথে এবার দুর্গা পূজাতে কলকাতা আইন ও শৃঙ্খলা যাতে বজায় রাখে তার জন্য সব থানাকে জরুরি ভিত্তিতে ম্যাসেজ দিয়েছেন। এবং রাস্তাঘাটে যানজট সৃষ্টি যাতে না পড়েন সাধারণ মানুষ তার দিকে খেয়াল রাখতে বলেছেন । এবং দুর্গা পূজার সময় যাতে কোন সাধারণ মানুষের পেকমারির পাল্লায় না পড়ে সেজন্য সি সি টি ভি ক্যামেরা উপর নজর রাখতে বলেন। কলকাতা নিরাপত্তা কে আরো আটোসাটো করার কথা জানিয়েছেন। এবং প্রেট্রোলের ব্যাবস্থা রয়েছে সব থানা এলাকায় এবং দুর্গা পূজা দেখতে আসা সাধারণ মানুষজন যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে তা খেয়াল রাখতে বলা হয়েছে।