কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
গতকাল থেকে সারাদিন ও সারা রাত ধরে পশ্চিম বাংলার বাকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে, মেজিয়া, শালতোড়া এবং ছাতনা থানার অন্তর্গত বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে চুরি যাওয়া প্রায়, ২১,টি, মোটরসাইকেল এবং, ১৫,টি, টোটো গাড়ি উদ্ধার করা হয়েছে। যা কিছু দিন আগে বাকুড়া জেলা পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে যে শালতোড়া এবং ছাতনা থানার অন্তর্গত একটি গ্রাম থেকে, দুটি টোটো ও অন্য যায়গায় থেকে চারটি মোটরসাইকেল চুরি হয়ে গেছে। এই কেসের তদন্ত করতে গিয়ে জেলা পুলিশের সুপার শ্রী ধৃতিমান সরকার আই পি এস এর নেতৃত্বে বড়সড় অভিযান শুরু করে। এবং এই মেজিয়া শালতোড়া এবং ছাতনা থানার অন্তর্গত বিভিন্ন যায়গায় থেকে মোট, ২১, টি মোটরসাইকেল ও, ১৪,টি, টোটো গাড়ি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার জন্য মোট ছয়জন কে বাকুড়া জেলা পুলিশ গ্রেফতার করেছে। আজ তাদেরকে বাকুড়া জেলা আদালতে তোলা হবে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে রিমান্ডে নিয়ে জানার চেষ্টা করবে যে এই ঘটনার সাথে জড়িত কারা। তবে বাকুড়া জেলাতে অপরাধ কম করতে ওয়েব প্রেট্রোলের ব্যাবস্থা করছেন জেলা পুলিশ সুপার শ্রী ধৃতিমান সরকার আই পি এস।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি