ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
গত সপ্তাহে এক ফল বিক্রাতে মেরে ছিল জঙ্গিরা আজ সপ্তাহ কাটতে না কাটতে আবার হামলা চালায় জঙ্গিরা। এবার তাদের নিশানা ছিল শ্রীনগরের সঙ্গম এলাকার একটি উচ্ছ মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের উপর। আজ সাতসকালে কিছু বোঝার আগেই শ্রীনগরের সঙ্গম এলাকার একটি উচ্ছ মাধ্যমিক বিদ্যালয় ঢুকে পড়ে শ্রী সুপিন্দর কৌর ও শ্রী দীপাক নান্দ কে এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যা করে ফিরে যায়। গুলির শব্দে ছুটে আসেন স্হানীয় লোকজন। ছুটে আসেন জম্মু ও কাশ্মীরের পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা। কিন্তু তার আগে এলাকা থেকে চম্পট দেয় জঙ্গিরা। দুই ইস্কুল শিক্ষক কে হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতাল থেকে জানানো হয়েছে যে তারা মৃত্যু হয়েছে আগেই। এই এলাকায় জঙ্গিদের খোঁজ করতে চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ ও ভারতের সামরিক বাহিনীর সদস্যরা। তবে কি কারণে এই দুই ইস্কুল শিক্ষক কে খুন করল জঙ্গিরা তার তদন্ত শুরু হয়েছে। এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি