কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ডহারবার মহাকুমার ভাগিরথী নদীর তীরে অবস্থিত ডায়মন্ডহারবারের নব নিযুক্ত নতুন স্টেডিয়াম এর কাজের কতটা অগ্রগতি হয়েছে তা সরজমিনে দেখতে যান। সাথে ছিলেন পশ্চিম বাংলা সরকারের পূত্য দপ্তর এর অফিসারা। এই স্টেডিয়ামে কাজ দ্রুত চলছে। এই স্টেডিয়াম তৈরি হয়ে গেলে এখান থেকে বহু গ্রাম বাংলার ছেলে ও মেয়েরা জেলা ও রাজ্যের এবং দেশের হয়ে বিভিন্ন খেলায় অংশ নিতে পারবেন। সেই সাথে দেশের গ্রাম বাংলার খেলা ধূলার মান বাড়বে। এই স্টেডিয়াম টি তৈরি করতে কয়েক কোটি টাকা খরচ হচ্ছে। এই টাকার বেশি ভাগ টাকা ডায়মন্ডহারবারের এম পি শ্রী অভিষেক ব্যানার্জীর এম পি ফান্ড থেকে দেওয়া হয়েছে। এবং কিছু টাকা ডায়মন্ডহারবারের বিধায়ক শ্রী পান্না লাল হালদারের বিধায়ক ফান্ড থেকে নেওয়া হয়েছে। বাকি টাকা এস ডি ও শ্রী শান্তনু সাহার মহাকুমা উন্নয়ন বোর্ড থেকে নেওয়া হয়েছে। এটি খেলা ধূলার মান বাড়তে শুধু করা হয়নি। এখানে জন উন্নয়ন মূলক কাজে ব্যবহার করা হবে এই স্টেডিয়াম। প্রাকৃতিক দুর্যোগ ও নির্বাচনে আগত আধা সামরিক বাহিনীর সদস্যদের থাকার ব্যবস্থা ও পশ্চিম বাংলা সরকারের বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হবে বলে জানা গেছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি