কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
আজ থেকে প্রায়, ১৫, বৎসর পূর্বে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার উত্তর উপজেলা মাসদার এলাকার বাসিন্দা সুইটি ইসলাম ভারতের সীমান্ত অতিক্রম করে কাজের খোঁজ চলে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ না পেয়ে একটি দালাল চক্রের পাল্লায় পড়ে যায়। কিন্তু এই গ্রামের মেয়েটি তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বুঝতে পেরে ওখান থেকে পালিয়ে আসে। তার পর দীর্ঘদিন পথে পথে ঘুরে ভিক্ষা করে দিন কাটাতে হয়। কখনো রাস্তার পাশে রাত কাটাতে হয়েছিল। এমন সময় ভারতের মহারাষ্ট্র রাজ্যের মোম্বাই এর পুলিশ তাকে গ্রেফতার করে হোমে পাঠান। তার পর বাংলা ভাষা কথা বলার দরুন ওরা ওখান থেকে পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর এর অঙ্গীকার সেফ হোমে পাঠানো হয়। তার পর তাকে সাহায্য করতে নেমে পড়েন হ্যাম রেডিয়ো নামে পরিচিত একটি এন জি ও। তারা বাংলাদেশের আম্যাচার রেডিয়ো সোসাইটির সদস্যদের সাথে যোগাযোগ করেন। সেই সাথে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ভারত সরকারের অনুমতি নিয়ে বাংলাদেশের পুলিশের হাতে তুলে দেন। আজ সুইটি ইসলাম কে ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত বডার বেনাপোল আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সুইটি ইসলামের জামাই বাবু ও বাংলাদেশের পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আজ এর এই সীমান্ত অতিক্রম করে কান্নায় ভেঙে পড়েন সুইটি ইসলাম ও তার পরিবারের সদস্যরা। তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ভারত সরকার ও পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন এবং ভারতের সাহায্য কারী এন জি ও হ্যাম রেডিয়ো সোসাইটির কর্মকর্তাদের। ধন্যবাদ জানান কলকাতার বাংলাদেশের উপ দূতাবাসের কর্মকর্তাদের। আজ বাংলাদেশের মাটিতে ফিরে গিয়ে তার মা বাবার কাছে পৌঁছে যাওয়া কারণে খুশি হ্যাম রেডিয়ো সোসাইটির কর্মকর্তারা।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি