কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বারুইপুর জেলার পিয়ালী খোলাঘাতাতে গরীব ও মজদুরদের মধ্যে বস্ত্র পরিধান বিতরণ করেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও তৃনমূল দলের অন্যতম নেতা এবং বারুইপুর পূর্বের বিধায়ক শ্রী বিভাস সরদার। এই অনুষ্ঠানে প্রায় শতাধিক মানুষের মধ্যে দুর্গ পূজার উপহার সরূপ বস্ত্র তুলে দেন। এই কাজটি করছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও এম পি শ্রী অভিষেক ব্যানার্জীর অনুপ্রেরণায়। সেই সাথে তিনি তার এলাকার সাধারণ মানুষের এবং সব পূজা কমিটিকে শুভ দুর্গা পূজার আগাম শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলের আবেদন করেন যে কোভিড করোনা কালে সকল মানুষ যেন সামাজিক দূরত্ব বজায় রেখে চলেন এবং প্রতিমা দেখেন। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সকলের কাছে অনুরোধ করেন।