ডন ডেস্ক:-
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও শপথ অনুষ্ঠিত হয়।(৯ অক্টোবর) শনিবার বেলা ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবের কাঙ্গাল হরিনাথ মিলনায়তনে নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর ও শপথ অনুষ্ঠিত হয়। এতে শপথ বাক্য পাঠ করান কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও সহকারী তথ্য অফিসার শিল্পী মন্ডল। প্রধান অতিথি হিসেবে তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির বিদায়ী কমিটির আহ্বায়ক রাশেদুল ইসলাম বিপ্লব। তিনি নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এতে শপথ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন কেপিসির নবনির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি মীর আল আরেফিন বাবু, অধ্যাপক আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউ, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান শাহারিয়ার রাজু ,তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা বাচ্চু, ক্রীড়া সংস্কৃতি সমাজ কল্যাণ সম্পাদক জাহিদুল হক ডন, নির্বাহী সদস্য ফিরোজ কায়সার, জান্নাতুল ফেরদৌস, তৌফিক তপন, হাফিজুর রহমান জীবন, সোহাগ আহমেদ। উৎসবমুখর পরিবেশে দায়িত্ব হস্তান্তর ও শপথ অনুষ্ঠিত হয়। শপথের সময় নির্বাচিত নেতৃবৃন্দ বিজয়ীদের গলার মালা পরাজিত প্রার্থীদের গলায় পরিয়ে গণতন্ত্রের নতুন দৃষ্টান্ত স্থাপন করেন। কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সদস্যরা এই ঘটনায় অভিভূত হয়ে করতালির মাধ্যমে বিজয়ী ও পরাজিতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।