কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
অতিবৃষ্টি ও কাদামাটি এবং পাহাড়ের ধস সবমিলিয়ে এমনিতেই পশ্চিম বাংলার পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি এবং বাকুড়ার শালতোড়া এবং পুরুলিয়া জেলার একটি অংশ এবং বর্ধমান জেলার কিছু অংশ মিলে জঙ্গল মহল এলাকা এর মধ্যে পশ্চিম বাংলার পাশের রাজ্যে ঝাড়খণ্ড সেই ঝাড়খন্ড রাজ্যের দলমা পাহাড় থেকে নেমে এসেছে প্রায়, ৮০,টি, হাতির পাল। এই হাতির পালের মধ্যে বহু হাতির দাঁতের বহর বড়। সাথে ছানা বাচ্চারা। এই হাতির পাল দাপিয়ে বেড়াচ্ছে পশ্চিম বাংলার মেদিনীপুর জেলার বেলপাহাড়ি এবং কাঙসা ও ভুদোভেদা জঙ্গল ও বিনপুর বাকুড়া জেলা ও পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এলাকা। হাতির পাল নেমে আসার কারণে আতঙ্ক সৃষ্টি হয় গোটা এলাকায়। স্হানীয় লোকজন হুলা পাটির সাহায্য এবং বন বিভাগের সাহায্য নিয়ে ফের দলমা পাহাড়ে ফেরাতে ব্যাস্ত। তবে প্রতিবছর এই সময় খাবারের খোঁজে বের হয় হাতির পাল। তাদের বেশি পছন্দ ধানের খেত ও কলাগাছ এবং মহুয়ার মদ। এই সব খাবার খেতে নেমে আসে দলবদ্ধ হয়ে দলমা পাহাড় থেকে। তবে হুলা পাটির সাহায্য নিয়ে পশ্চিম বাংলার বন দপ্তর চেষ্টা করে যাচ্ছেন তাদের কে বনের মধ্যে প্রবেশ করাতে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি