নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা কল্যানপুর এলাকার ত্রাস সন্ত্রাসী যুবদল নেতা মাসুদ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। চিন্থিত মাদক ব্যবসায়ী মাসুদ বাহিনীর চিন্থিত সন্ত্রাসী জাকির এর নেতৃত্বে এলাকায় হত্যা, গুম, ডাকাতি, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, জোয়া, মাদক বেচাকেনাসহ বিভিন্ন কর্মকান্ডের দাপটে দিশে হারা সাধারন মানুষ। মাসুদ বাহীনির হামলার শিকার নিরিহ মানুষ নিরাপত্তা ও বিচার চেয়ে প্রশাসনের কাছে ধর্না দিয়ে কোন প্রতিকার না পেয়ে নির্বিকার হয়ে পড়েছে। সাধারন মানুষ চাপা ক্ষোভ ও ভয়, নিরাপত্তা হীনতার মধ্যে দিয়ে দিন পাড় করছে। যুবদল নেতা সন্ত্রাসী মাসুদ বাহীনিকে হাতুড়ী বাহীনি বলে জানেন অনেকে। এছাড়া যুবদল নেতা মাসুদ বাহীনি এলাকায় ভূমিদস্যূ হিসেবে পরিচিত। সম্প্রতি মাসুদ দৌলতপুর উপজেলার যুবদলের কমিটির ৩নং যুগ্ম আহবায়ক এর দায়িত্ব পেয়েছেন। সন্ত্রাসী মাসুদ স্থানীয় ভাবে চিন্থিত বিএনপি যুবদলের ক্যাডার দিয়ে একটি বাহীনি গড়ে তুলেছেন, তার অন্যতম ক্যাডার জাকির-পিতাঃ আরব মোল্লা গ্রাম-শাহাপুর, রাজা-পিতাঃ পচা সর্দ্দার গ্রাম- শাহাপুর, কালু ওরফে সুমন পিতাঃ রমজান মন্ডল গ্রাম- শাহাপুর, রিজু-পিতাঃ পচা সর্দ্দার গ্রাম-শাহাপুর, নাঈম-পিতাঃ মিনা মন্ডল গ্রাম-সাদিপুর, জামাত চোর-পিতাঃ মোজাহার গ্রাম-চামনাই, ফয়সাল-পিতাঃ মহির গ্রাম-চামনাই, বজু বিশ্বাস-পিতাঃ সফি বিশ্বাস গ্রাম-চরদিয়াসহ অজ্ঞাত ৩০-৪০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী বাহীনি প্রতিদিন এলাকায় তান্ডব চালিয়ে নিরিহ মানুষকে মারধর ও অত্যাচার করলেও ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। সন্ত্রাসী মাসুদ ও জাকির বাহীনির বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যা, ছিনতাই, লুটপাটসহ মারধরের বহু অভিযোগ রয়েছে। এই মাসুদ এলাকায় আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন টার্গেট করে বিএনপি জামাত নেতাদের এজেন্ডা বাস্তবায়নে নিরীহ মানুষদের উপর হামলা করে ভিতিকর পরিবেশ তৈরি করছে। মাসুদকে তলে তলে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা এই অপকর্মে সহযোগীতা করায় থানায় অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাচ্ছেনা ভুক্তভোগীরা অভিযোগ রয়েছে। সন্ত্রাসী মাসুদ ও জাকির কল্যানপুর, শাহাপুর, চামণাই, চরদিয়া, আল্লারদর্গা, জয়রামপুরসহ হোগলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন ষ্পটে দিনে ও রাতের বেলার জুয়া ও মাদকের হাট বসিয়ে অপরাধের রাজত্ব কায়েম করছে। সন্ত্রাসী মাসুদ ও জাকিরের হামলার শিকার ব্যক্তিরা থানায় অভিযোগ নিয়ে গেলে উল্টো তাদের নামে মামলার ভয় দেখিয়ে মুচলেকায় সাক্ষর করিয়ে নেয় দৌলতপুর থানা পুলিশ এমন অভিযোগও আছে। এলাকাবাসীর দাবি মাসুদ ও জাকিরকে আটক করতে অপরাধ নির্মূলে কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপারের হস্তক্ষেপ প্রয়োজন।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি