ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
ফের ভোর হতে উঠতে কেপে উঠল ভারতের জম্মু ও কাশ্মীরের পুঞ্জের সুরানকোট এলাকায় । আজ সকালে ভারতের সেনাবাহিনীর সদস্যরা খবর পেয়ে জম্মু ও কাশ্মীরের পুঞ্জের সুরানকোট এলাকায় জঙ্গিদের তল্লাশি অভিযান শুরু করতে গেলে প্রবল বাধার সম্মুখীন হতে ভারতের সেনাবাহিনীর সদস্যদের। কিছু বুঝে উঠার আগেই অতর্কিত ভাবে ভারতের সেনাবাহিনীর সদস্যদের উপর গুলিবর্ষণ শুরু করে দেয় হিজবুল মুজাহিদিনদের সদস্যরা। তারা ভারী দূরপাল্লার আগ্নেয় অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে সেনাবাহিনীর সদস্যদের উপর। কিন্তু পাল্টা আক্রমণে যাওয়ার আগে জঙ্গিদের গুলিতে শহীদ হন এক অফিসার সহ চার সেনাবাহিনীর সদস্য। তবে গত কয়েক দিন যাবৎ একের পর এক সাধারণ মানুষ ও পুলিশ অফিসার সহ ইস্কুল শিক্ষক এবং ব্রাম্ভণ হিন্দু সহ বিভিন্ন নিন্ম জাতির মানুষ কে খুন করে দিচ্ছে জঙ্গি সংগঠন। আজ জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে কাছে অনন্তনাগ জেলার খাগুন্দভেরিনাগ অঞ্চলে ভারতের সেনাবাহিনীর সদস্যদের সাথে জঙ্গিদের তুমুল গুশির লড়াই শুরু হয়। সেখানে এক জঙ্গি মারা যায়। তবে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের তৎপরতায় জম্মু ও কাশ্মীরের বহু যায়গায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে যাচ্ছে। তার মধ্যে দিয়ে গেরিলা কায়দায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিভিন্ন প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গি সংগঠন। তাদের মূল উদ্দেশ্য হল ভারত থেকে জম্মু ও কাশ্মীর কে আলাদা করে স্বাধীন জম্মু ও কাশ্মীর রাজ্যে বানানো। তবে ভারত সরকার সেই চেষ্টা কে সফল হতে দেবে না। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে ভারতের অঙ্গ হিসেবে পরিচিত থাকবে।