ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
মধ্যপ্রদেশের ইন্দোরের কাছে পিউদা গ্রামে আক্রান্ত একটি মুসলিম পরিবার। কিছুদিন আগে আগে ভূমি উচ্ছেদের নামে একটি মুসলিম পরিবার কে জোর পূর্বক তুলে দিতে যায় প্রায় দেড়শো আর এস এসের লোকজন। সেই সময় এই মুসলিম পরিবারে সাথে প্রথমে বচসা পরে ধাক্কাধাক্কি তে তে জড়িয়ে পড়ে। এই ঘটনায় আহত হন শাহরুখ ওয়ারসি নামে পিউদা গ্রামের বাসিন্দা । তারা থানাতে অভিযোগ জানাতে গিয়ে তাদের অভিযোগ নিতে অস্বীকার করে স্হানীয় থানা। পরে পিউদা গ্রামের বাসিন্দারা আইনজীবী জনাব এহতিনাম হাসামি কে দিয়ে ইন্দোরের এস ডি জি এম কাছে অভিযোগ জানান। এবং তারা ভারতের জাতীয় সংখ্যালঘু কমিশনের কাছে অভিযোগ করেন । সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের ভারতের জাতীয় কংগ্রেসের শ্রী কমল নাথের সরকার চলে যাওয়ার পর থেকে সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর আর এস এস ও বিজেপি নেতা ও কর্মীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও সাবেক মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী কমল নাথ।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি